এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল পর্ব ০২ – ডকুমেন্ট (HTML DOC Type Tutorial in Bangla) - পপুলার হোস্ট বিডি
Title of the document ডোমেইন ও হোস্টিং সহ সম্পূর্ণ ওয়েবসাইট...
Home / এইচটিএমএল / এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল পর্ব ০২ – ডকুমেন্ট (HTML DOC Type Tutorial in Bangla)

এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল পর্ব ০২ – ডকুমেন্ট (HTML DOC Type Tutorial in Bangla)

নিচে একটা সাধারন এইচটিএমএল ডকুমেন্ট দেয়া হল এবং এর প্রতিটি অংশের বিস্তারিত বর্ননা করা হচ্ছে

<!DOCTYPE html>

<html>

<head>

</head>

<body>

<h1>Career Source BD demo heading</h1>

<p>demo content goes here.</p>

</body>

</html>

 

প্রথম লাইনটি <!DOCTYPE html> হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা বোঝানোর (ব্রাউজারকে) জন্য দেয়া হয়। এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করবেন সেটার উপর ভিত্তি করেই এই ডিক্লেয়ারেশন টি দেয়া হয়। যেমন উপরের ডকুমেন্ট টি এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট । এরুপ যদি এটা XHTML এর ১.০ ভার্সন হতো তাহলে ডিক্লেয়ারেশনটি দিতে হতো এভাবে

1.<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN"

2."http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">

এটা হচ্ছে ট্রানজিশনাল অর্থ্যাৎ এইচটিএমএল এর সকল কিছু এই্ ডকুমেন্টে লেখা যাবে সাথে সাথে deprecated এলিমেন্টগুলিও ব্যবহার করা যাবে যেমন font। ফ্রেমসেট ব্যবহার করা যাবেনা।

এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল পর্ব ০২ - ডকুমেন্ট DOC type

যাইহোক এভাবে “xhtml1-transitional.dtd” এর জায়গায় “xhtml1-strict.dtd” দিলে deprecated এলিমেন্টগুলি ব্যবহার করা যাবেনা।

** এখন HTML5 আসার পর এগুলি আর সাধারনত ব্যবহার করেনা। HTML 5 এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।

যাইহোক এটা খুব গুরত্বপূর্ন কিছু নয়। কপি করে (X)HTML ডকুমেন্ট লেখার শুরুতে পেস্ট করে দিলেই চলবে। তবে দিতে হবে কেননা না দিলে কিছু কিছূ ব্রাউজারে ঠিকমত আউটপুট আসেনা যেমন ইন্টারন্টে এক্সপ্লোরার (IE)।

বর্তমানে XHTML এই বেশি ব্যবহৃত হচ্ছে তাই এই সাইটেও HTML এর মুরব্বি XHTML এরই টিউটোলিয়াল দেয়া হচ্ছে, যদিও উচ্চারন করছি HTML আসলে সব এইচটিএমএল এর টিউটোলিয়ালগুলিতে আমরা XHTML এরই নিয়ম অনুসরন করেছি। আর একটা দরকারী কথা, HTML এর সর্বশেষ ভার্সন HTML 5 আসার পর এখনতো এটাই বেশি ব্যবহার করা হচ্ছে বিশ্বের ওয়েবজুড়ে।

আমরা এইচটিএমএল ৫ এরও মুল বিষয়াদি পাশাপাশি আলোচনা করে যাব।

About POPULAR HOST BD

POPULAR HOST BD IT company in Bangladesh ICT sector. POPULAR HOST BD is the Best domain & web hosting company in Bangladesh. POPULAR HOST BD providing cheap domain price and qualityfull SSD hosting with Top security and 99.99% up-time & Quality service guaranteed. We Also provide Web Server, Web Design & Development, Digital Marketing, Software development, Bulk SMS, Online Radio, Graphic Design Etc…  
error: Content is protected !!