এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল পর্ব ০৯ – ফন্ট টিউটোরিয়াল (HTML Font Tutorial in Bangla) - পপুলার হোস্ট বিডি
Title of the document ডোমেইন ও হোস্টিং সহ সম্পূর্ণ ওয়েবসাইট...
Home / এইচটিএমএল / এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল পর্ব ০৯ – ফন্ট টিউটোরিয়াল (HTML Font Tutorial in Bangla)

এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল পর্ব ০৯ – ফন্ট টিউটোরিয়াল (HTML Font Tutorial in Bangla)

<font> ট্যাগ ব্যাবহার করে ওয়েব সাইটের টেক্সটের স্টাইল, সাইজ এবং কালার যোগ করা হয়। size, color এবং face attributes ব্যাবহার করে আপনি  ফন্ট কে কাস্টমাইজ করতে পারি।<basefont> ট্যাগ ব্যাবহার করে পেজের সকল টেক্সটকে একই স্টাইল, সাইজ এবং কালার এ সেট করা যায়।

<font> এবং <basefont> ট্যাগ ব্যাবহার না করে সিএসএস(সিএসএস টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে) ব্যাবহার করা উচিত।

ফন্ট আকার (Font size)

Size attribute এর সাহায্যে ফন্ট এর সাইজ ঠিক করা হয়। ফন্ট এর আকার এর গ্রহনযোগ্য মান হচ্ছে ১(সবচেয়ে ছোট) হতে ৭(সবচেয়ে বড়)।  ফন্ট এর ডিফল্ট আকার হচ্ছে ৩।

<p>

<font size="5">Here is a size 5 font</font>

</p>{}

 

এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল পর্ব ০৯ - ফন্ট টিউটোরিয়াল (HTML Font Tutorial in Bangla)

ফন্ট রং (Font color)

কালার attribute এর সাহয্যে font এর color সেট করা হয়।

<font color="#990000">This text is hexcolor #990000</font>

<br />

<font color="red">This text is red</font>

 

ফন্ট ফেস (Font face)

ফন্ট face এর ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত কারন আপনার সিস্টেম এ নির্ধারিত ফন্ট টি ইনস্টল দেয়া না থাকে তাহলে আপনি ঐ ফন্ট টি দেখতে পাবেন না এবং তার পরিবর্তে ডিফল্ট হিসাবে Times New Roman ফন্ট টি দেখতে পাবেন।

<p>

<font face="Bookman Old Style, Book Antiqua, Garamond">This paragraph

has had its font...</font>

</p>

 

বেসফন্ট (Basefont)

Basefont ট্যাগ এর সাহায্যে আপনি ওয়েব পেজের ডিফল্ট ফন্ট সেট করতে পারেন।নিচে basefont ব্যাবহার করার সঠিক পথ দেখানো হল।

<html>

<body>

<basefont size="2" color="green">

<p>This paragraph has had its font...</p>

<p>This paragraph has had its font...</p>

<p>This paragraph has had its font...</p>

</basefont>

</body>

</html>

 

শেষে বলতে চাই font বা basefont ব্যাবহার না করে সিএসএস (সিএসএস টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে) ব্যবহার করা ভালো।

Attributes: Review

Attribute= “Value” Description
size= “Num. Value 1-7” Size of your text, 7 is biggest
color= “rgb,name,or hexidecimal” Change font color
face= “name of font” Change the font type

প্রথম অক্ষরের সুন্দর স্টাইল:

ফন্ট কে কাস্টমাইজ করে যেকোন ধরনের স্টাইল করা যায়।

<p><font size="7" face="Georgia, Arial" color="maroon">C</font>ustomize

your font to achieve a desired look.</p>

About POPULAR HOST BD

POPULAR HOST BD IT company in Bangladesh ICT sector. POPULAR HOST BD is the Best domain & web hosting company in Bangladesh. POPULAR HOST BD providing cheap domain price and qualityfull SSD hosting with Top security and 99.99% up-time & Quality service guaranteed. We Also provide Web Server, Web Design & Development, Digital Marketing, Software development, Bulk SMS, Online Radio, Graphic Design Etc…  
error: Content is protected !!