এইচটিএমএল এ কিছু বিশেষ ক্যারেক্টার আছে যেগুলি ডকুমেন্টে ব্যবহার করলে সমস্যা হয়। যেমন less than, greater than চিহ্ন ইত্যাদি। কেননা এগুলি ব্রাউজারকে বিশেষ ইঙ্গত দেয় যার ফলে এটা প্রদর্শন করার পরিবর্তে ঐ নির্দেশনা/ইঙ্গিত অনুসারে কাজ করে।এখন যদি এই ধরনের কোন চিহ্ন আপনি ওয়েব পেজে দেখাতে চান তাহলে এইচটিএমএল এনটাইটি ব্যবহার করে দেখাতে পারবেন। এছাড়াও বিভিন্ন চিহ্ন যেমন কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদি ওয়েব পেজে দেখানো যায়।
প্রত্যেক এনটাইটি এমপারসেন্ড (&) চিহ্ন দিয়ে শুরু হয় এরপর তার নাম এবং শেষে সেমিকোলন (;) দিয়ে পূর্ন করা হয়।
এনটাইটি নাম দিয়েও প্রকাশ করা যায় আবার বিকল্প হিসেবে প্রত্যেকটি এনটাইটির একটা নাম্বার আছে সেটা দিয়েও প্রকাশ করতে পারেন। নিচের কিছু নামভিত্তিক এনটাইটি দেয়া হল
কয়েকটি বহুল ব্যবহৃত এনটাইটি:
1.
©
2.
®
3.
™
4.
5.
$
6.
<
7.
>
এগুলির নাম্বার যথাক্রমে
1.
©
2.
®
3.
™
4.
 
5.
$
6.
<
7.
>
প্রদর্শন
© ® ™ $ < >
p ট্যাগে বা যেকোন জায়গায় স্পেস দিতে চাইলে কয়েকটা স্পেস এনটাইটি বসিয়ে দিন হয়ে যাবে। ৪ নম্বরে যেটা আছে।
আমরা এইচটিএমএল এ লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে ট্যাগ তৈরী করি। এসব চিহ্ন ওয়েব পেজ এ দেখাতে চাইলে এনটাইটি ব্যবহার করতে হবে।
1.
<
p
>
2.
Less than - < <
br
/>
3.
Greater than - > <
br
/>
4.
Body tag - <body>
5.
</
p
>
প্রদর্শন:
Less than – <
Greater than – >
Body tag – <body>
buy chloroquine buy hydroxychloroquine
buy chloroquine hydroxychloroquine sulfate tablets