নিজেই নিজের পেজ প্রমোট বা বুস্ট করুন ! - পপুলার হোস্ট বিডি
Title of the document ডোমেইন ও হোস্টিং সহ সম্পূর্ণ ওয়েবসাইট...
Home / POST / নিজেই নিজের পেজ প্রমোট বা বুস্ট করুন !

নিজেই নিজের পেজ প্রমোট বা বুস্ট করুন !

আপনি চাইলে আমাদের থেকে অ্যাড ম্যানেজার নিয়ে নিজেই প্রমোট বা বুস্ট করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাদের মাধ্যমে প্রমোট বা বুস্ট করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন, আমরা বিশ্বস্থতার সাথে কাজ করে থাকি, তাই চিন্তা থেকে মুক্ত থাকুন ।

আমাদের সার্ভিস সমূহঃ

✔️ পেজ প্রমোট
✔️ পোস্ট বুস্ট
✔️ ভিডিও বুস্ট 
✔️ ওয়েবসাইট বুস্ট
✔️ ফেসবুক অ্যাড ম্যানেজার

আমরা এনেছি সহজ সমাধান । আমাদের যেকোনো একটা প্ল্যান নিয়ে নিজের বিজ্ঞাপন ছড়িয়ে দিন হাজার হাজার মানুষের কাছে।

যেভাবে আপনি আমাদের অর্ডার করবেন বা সার্ভিস নিবেন !

আমরা প্রি-পেইড এড অ্যাকাউন্ট প্রদান করে থাকি, যার মাধ্যমে আপনি নিজেই এড দিতে পারবেন। কোন প্রকার ভিসা বা মাস্টারকার্ডের প্রয়োজন নেই। আমরা মালয়েশিয়ান কারেন্সির (MYR বা RM) মাধ্যমে এড দিয়ে থাকি। আপনার প্রয়োজন মতো আমাদের মাধ্যমে আপনি আপনার এড অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।

অ্যাড একাউন্ট পেতে হলে আপনার নিজের ফেসবুক একাউন্ট অথবা যেকোনো একটা ফেইসবুক একাউন্টের আইডি পাসওয়ার্ড আমাদের দিতে হবে ( যে ফেসবুকের অ্যাড ম্যানেজার আগে ব্যবহার হয় নাই এমন আইডি লাগবে) যদি আগে ফ্ল্যাগ বা ডিজেবল করে দেয় অ্যাড ম্যানেজার তাহলে নতুন একটা ফেসবুক একাউন্ট খুলে সেটার আইডি পাসওয়ার্ড দিতে হবে এরপর আমরা একাউন্ট রেডি করে ১০ মিনিটের মধ্যে ব্যালেন্স সহ অ্যাড ম্যানেজার দিয়ে দেওয়া হবে।
NB: আর যদি আমরা অ্যাড একাউন্ট প্রোভাইড করি তাহলে ২০০ টাকা চার্জ দিতে হবে, বেশী RM ব্যবহার করলে ফ্রিতে দেওয়া হবে।

আপনার অর্ডার সম্পূর্ণ করুন এরপর অর্ডার কৃত এমাউন্ট আমাদের পেমেন্ট করুন অনলাইনে দেওয়া দেওয়া পেমেন্ট মেথডে, পেমেন্ট হয়ে গেলে এরপর আমরা একাউন্ট রেডি করে ১০ মিনিটের মধ্যে ব্যালেন্স সহ অ্যাড ম্যানেজার দিয়ে দেওয়া হবে।

আমাদের হেল্প লাইনে কল করে অথবা লাইভ চ্যাট এ কথা বলেও অর্ডার করতে পারেন, আরও তথ্য বা কোনো সাহায্যের জন্য এখানে কথা বলুন ফেসবুক অথবা লাইভ চ্যাটে যোগাযোগ করতে হবে

Google এ RM এর রেট কম আপনাদের বেশি কেন ?

Google আন্তর্জাতিক একটা রেট দেখায় Google অন্য কোনো খরচ হিসাব করে না, RM বাংলাদেশ থেকে কেনা অনেক কঠিন বেপার ডলার এর মতো না যে কোনো সময় পাওয়া যাবে, RM কিনতে হলে বিভিন্ন মাধ্যম ব্যাবহার করতে হয়, সেই মাধ্যম গুলোর খরচ আছে , আমাদের অফিস খরচ , গেটওয়ে খরচ স্টাফ খরচ সোহ আরও অনেক খরচ অন্তর্ভুক্ত করতে হয়, যেটা গুগল দেখে না, আমি যদি গুগল এর দামে RM সেল করি তাহলে আমাদের বাড়তি খরচ গুলো কে দেবে, যে কারণে গুগল রেট এর সাথে তুলনা করে লাভ নেই. আমাদের নির্ধারিত রেটে নিতে হবে

অ্যাড একাউন্ট নেওয়ার শর্ত সমূহ

অ্যাড একাউন্ট নেওয়ার শর্ত:
১. অ্যাড একাউন্ট দেওয়ার পর যদি একাউন্ট ফ্ল্যাগ অথবা ভেরিফাই চাই সেটার দায়ভার আপনাকে নিতে হবে, একাউন্ট দেওয়ার আগে যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের দায়িত্ব, একাউন্ট ফ্ল্যাগ অথবা ভেরিফাই ঠিক করার জন্য ফেইসবুক কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে,
২. এমন হতে পারে ব্যালেন্স অ্যাড করার পর একাউন্ট ফ্ল্যাগ অথবা ভেরিফাই চাইতে পারে সেটার দায়ভার আপনাকে নিতে হবে.
৩.কোনো কারণে অ্যাড একাউন্ট খুঁজে না পেলে আপনি সাথে সাথে আমাদের কে জানাবেন সাপোর্ট অথবা লাইভ চ্যাট এ, যদি ৫ থেকে ৭ দিনের বেশি হয়ে যায় তাহলে আমাদের কিছুই করার থাকবে না,
অবশ্যই অ্যাড একাউন্ট এর নাম ও আইডি নাম্বার বলতে হবে, নাম ও আইডি নাম্বার না বলতে পারলে কোনো কাজ হবে না.

**আমরা যেহেতু প্রি-পেইড অ্যাড অ্যাকাউন্ট প্রভাইড করে থাকি, সেহেতু ব্যালেন্সটা ওই অ্যাকাউন্টে থাকে। আর ওই অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ করলে সেই ব্যালেন্স সহ ফ্ল্যাগ হয়। যা ৯০% ক্ষেত্রে ঠিক হয় না, মানে ফেসবুক ফ্ল্যাগ করা অ্যাকাউন্ট আন-ফ্ল্যাগ করে না। তো আপনি যখন প্রি-পেইড অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা নিতে চাইবেন, অবশ্যই মনে রাখবেন ওই ফ্ল্যাগ হওয়া অ্যাড অ্যাকাউন্টের ব্যালেন্সের দায়ভার আপনাকে নিতে হবে। এতে প্রমোট আমরা দায়ী থাকবে না। আর সামান্য কারণে যদি একউন্ট ফ্ল্যাগ করে যদি আপিল করেন তাহলে অনেক সময় ব্যাক করে দেবে ফেসবুক আপিল করুন এখানে

অনেক সময় ফেসবুক এ্যাড ম্যানেজার ভেরিফাই চাই, কারণ মালয়েশিয়ান একাউন্ট বাংলাদেশে ব্যবহার করা হয় বলে, যায় সমস্যা দেখা দিলে আপনি ফেসবুকে চ্যাট করে আপিল করতে পারবেন ৯০% একাউন্ট ফেরত দিয়ে দেয়, এটার দায়ভার আপনাকে নিতে হবে যেহেতু অ্যাড ম্যানেজার আপনি ব্যবহার করছেন

ফেসবুক অ্যাড একাউন্ট এর দাম কতো ?

ফেসবুক অ্যাড ম্যানেজার আপনি ফ্রীতে পাবেন, আপনাকে অবশ্যই অর্ডার করার সময় যেকোনো একটা ফেসবুক আইডি আমাদের দিতে হবে পরে ওই ফেসবুক আইডি আমরা ব্যালেন্স দিয়ে দেবো।

NB: আর যদি আমরা অ্যাড একাউন্ট প্রোভাইড করি তাহলে ২০০ টাকা চার্জ দিতে হবে, বেশী RM ব্যবহার করলে ফ্রিতে দেওয়া হবে।

ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হলে কে দায়ি ?

আমরা যেহেতু প্রি-পেইড অ্যাড অ্যাকাউন্ট প্রভাইড করে থাকি, সেহেতু ব্যালেন্সটা ওই অ্যাকাউন্টে থাকে। আর ওই অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ করলে সেই ব্যালেন্স সহ ফ্ল্যাগ হয়। যা ৯০% ক্ষেত্রে ঠিক হয় না, মানে ফেসবুক ফ্ল্যাগ করা অ্যাকাউন্ট আন-ফ্ল্যাগ করে না। তো আপনি যখন প্রি-পেইড অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা নিতে চাইবেন, অবশ্যই মনে রাখবেন ওই ফ্ল্যাগ হওয়া অ্যাড অ্যাকাউন্টের ব্যালেন্সের দায়ভার আপনাকে নিতে হবে। এতে প্রমোট আমরা দায়ী থাকবে না। আর সামান্য কারণে যদি একউন্ট ফ্ল্যাগ করে যদি আপিল করেন তাহলে অনেক সময় ব্যাক করে দেবে ফেসবুক আপিল করুন এখানে

অনেক সময় ফেসবুক এ্যাড ম্যানেজার ভেরিফাই চাই, কারণ মালয়েশিয়ান একাউন্ট বাংলাদেশে ব্যবহার করা হয় বলে, যায় সমস্যা দেখা দিলে আপনি ফেসবুকে চ্যাট করে আপিল করতে পারবেন ৯০% একাউন্ট ফেরত দিয়ে দেয়, এটার দায়ভার আপনাকে নিতে হবে যেহেতু অ্যাড ম্যানেজার আপনি ব্যবহার করছেন।

আমি নতুন একাউন্ট নিয়েছি কত ব্যালেন্স লোড করলে ভালো হয়

নতুন একাউন্টে বেশী ব্যালেন্স দিলে কোনো কারণে একাউন্ট ফ্ল্যাগ বা ভেরিফাই চাইলে ব্যালেন্স আটকে যাবে RM ব্যাক পাওয়া যাবে না যদি ফেসবুকে আপিল করে ব্যাক দেয় তাহলে আবার এই ব্যালেন্স ব্যাবহার করতে পারবেন , সুতরাং নতুন একাউন্টে কম করে ব্যালেন্স নেওয়াই ভালো হবে অর্থ্যাৎ ৩ RM নিয়ে শুরু করতে পারেন, আর যদি আপনি ফুল ব্যালেন্স চান সেটাও দিয়া দিতে পারবো।

আমাদের এখানে অ্যাড দেওয়ার শর্ত সমূহ:
১. আপনার পেজ প্রমোট বা পোস্ট বোস্ট এর কারণে যদি আমাদের ফেসবুক অ্যাড একাউন্ট ফ্ল্যাগ হয়ে যায় তাহলে আপনার পেমেন্টকৃত টাকা রিটার্ন করবো না। যদি রাজি থাকেন তাহলে অ্যাড রান করবো।
২. যদি অন্য জনের পেজ প্রমোট বা পোস্ট বোস্ট এর কারণে একাউন্ট ফ্ল্যাগ করে তাহলে আপনার অ্যাড কোনো প্রকার চার্জ ছাড়াই আমরা নতুন একাউন্টে অ্যাড ট্র্যান্সফার করে দেবো।
৩. টাকা রিটার্ন না দেওয়ার কারণ হলো আমাদের অ্যাড একউন্টে ফ্ল্যাগ হলে যে ব্যালেন্স থাকে সেটা ফেসবুক আমাদের রিটার্ন দেয় না।
৪. আপনার অ্যাড এর কারণে আমাদের অ্যাড একাউন্ট ফ্ল্যাগ করেছে কিনা সেটা চাইলে আমরা প্রমান দেখিয়ে দেবো।
৫. আপনার অ্যাড প্রিভিউ থেকে শুরু করে অ্যাড স্পেন্ড হওয়ার আগে এবং পরে পর্যন্ত ফ্ল্যাগ বলে গণ্য করা হবে
সুতরাং ওপরের দেওয়ার শর্ত গুলো মেনে আমাদের কন্ফার্ম করুন। ..

ফেসবুক অ্যাড একাউন্ট যে কারণে ফ্ল্যাগ হয়

ফেসবুক হচ্ছে অনলাইন মার্কেটিং এর জন্য সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের জনপ্রিয়তার সাথে সাথে মার্কেটিং এর সুযোগও বৃদ্ধি পেয়েছে। ফেসবুক হল একমাত্র সোশ্যাল মিডিয়া যেখানে সবধরনের কাস্টমারদের সহজেই পাওয়া যায়। আপনি যেকোন ব্যবসায় করেন না কেন তার প্রচার এবং প্রসারের জন্য খুব সহজে ফেসবুক কে ব্যবহার করতে পারবেন।

ফেসবুকে ব্যবসায় প্রচারের জন্য একটি বিশেষ সার্ভিস হল ফেসবুক অ্যাড। ফেসবুক যেমন দিনে দিনে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, ঠিক তেমনি ব্যবসায়ি বা অনলাইন মার্কেটারদের কাছেও ফেসবুক অ্যাড জনপ্রিয় হয়ে উঠেছে। তার কিছু বিশেষ কারণও রয়েছে। একটি অন্যতম কারণ হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড দিয়ে যে কোন দেশের যে কোন বয়সের এবং পেশার মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়া যায়।

তবে যে কোন পণ্য বিক্রয়ের জন্য ইচ্ছে মত অ্যাড তৈরি করলে ফেসবুক তা গ্রহন করে না। অ্যাড তৈরি করার পূর্বে অবশ্যই কিছু বিষয় মেনে অ্যাড তৈরি করতে হয়। তানা হলে ফেসবুক সেই অ্যাড এর অনুমোদন দেয় না। প্রায়ই দেখা যায় অনেকের অ্যাড অনুমোদন পায় না। অ্যাড তৈরি করার আগে অ্যাড গ্রহন না করার কারণ গুলো অবশ্যই জানা প্রয়োজন ।

ফেসবুক প্রত্যেকটি অ্যাড রিভিউ করার সময় খুব ভালো ভাবে দেখে যে ফেসবুকের অ্যাড পলিসিগুলো মেনে অ্যাড দেয়া হয়েছে কি না।

মূলত ফেসবুক যেসব বিষয় গুলো দেখে থাকে তা হলোঃ

১। অ্যাডে ফেসবুক কথাটি উল্লেখ থাকাঃ আমাদের মাঝে মাঝে অ্যাডে ফেসবুক কথাটি উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে ফেসবুক শব্দটি অবশ্যই শুরু করতে হবে বড় হাতের “F”দিয়ে। মনে রাখবেন, ফেসবুক শব্দের জায়গায় ফেসবুক এর লোগো ব্যবহার করা যাবে না।

২। কিছু অ্যাড অনুমোদন পায় না কারণ অ্যাড দেওয়া পণ্যের সাথে বয়সসীমা ঠিক নয়। অর্থাৎ অ্যাডটি যারা দেখবে তাদের বয়সের জন্য উপুযুক্ত নয়। যেমনঃ যদি কোন এলকোহল এর অ্যাড বাচ্চাদের জন্য দেওয়া হয় তখন ফেসবুক সেই অ্যাড অনুমোদন দেয় না। আবার কখনো কখনো

৩। অ্যাড এর কন্টেন্ট কোন অবৈধ পণ্য/সেবা বা কার্যক্রম প্রচার করে এমন হওয়া যাবে না। যেমনঃ আপনি যদি USA –এ কোন অ্যাড দিতে চান এবং সেই অ্যাড USA সংবিধান বিরোধী তাহলে ফেসবুক আপনার অ্যাড গ্রহন করবে না। অথবা আপনি কোন নিষিদ্ধ পণ্য বিক্রির জন্য একটি অ্যাড তৈরি করলেন, আপনি অন্যান্য সকল নীতিমালা মেনে চললেও আপনার অ্যাড অনুমোদন পাবে না।

৪। অ্যাডে প্রেসক্রিপশন, মাদক, অনিরাপদ খাবার ইত্যাদি এর বিজ্ঞাপন দেয়া যাবে না ।
৫। অস্র বা বোমা জাতীয় কোন ছবি দেয়া যাবে না।
৬। এখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকল ধরনের মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই ফেসবুক যে কোন প্রকার এডাল্ট পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয়া যাবে না।
৭। এমন কোন ছবি যা মানুষকে ভিত করে তুলে তা দেয়া যাবে না। যেকোন প্রকার ভয়ানক ছবি যেমনঃ কোন গাড়ির দূর্ঘটনার ছবি, রক্তাক্ত ছবি বা যুদ্ধ বিধস্ত যে কোন ভয়ানক ছবি ইত্যাদি দিয়ে অ্যাড করা যাবে না।
৮। ভিডিও এর প্লে আইকন ছবিতে থাকা যাবে না ।
৯। কপিরাইট করা কোন ছবি দেয়া যাবে না । অর্থাৎ অন্যের ছবি ব্যবহার করে কোন অ্যাড তৈরি করা যাবে না। নিজের পণ্যের অথবা নতুন কোন ছবি তৈরি করে তা দিয়ে অ্যাড তৈরি করতে হবে।
১০। আগের এবং পরের (Before-After) এমন বিষয় নিয়ে কোন ছবি দেয়া যাবে না।
এসব বিষয় গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে । মাঝে মাঝে এসব কোন নিয়ম অমান্য করা হলে শুধুমাত্র এড ব্লক করে দেয়, আবার অনেক সময় ফেসবুক চাইলে আপনার এড অ্যাকাউন্টটাই ব্লক করে দিতে পারে। তারা যেকোনো মুহূর্তে তাদের ইচ্ছায় আপনাকে না জানিয়ে আপনার এড বন্ধ বা এড অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। তাই সবসময় সতর্ক থাকা উচিত। কারণ ফেসবুক অ্যাড অনলাইন মার্কেটিং এর জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে যারা অনলাইনের উপর ভিত্তি করে ব্যবসায় পরিচালনা করেন তাদের জন্য ফেসবুক অ্যাড একাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার উচিত হবে ফেসবুকের সকল নীতি মেনে অ্যাড পরিচালনা করা। আরও জানতে ক্লিক করুন 

 

বিজ্ঞাপন রিভিউ প্রক্রিয়া

ফেইসবুক বা ইন্সটাগ্রামে বিজ্ঞাপন প্রকাশের আগে সেগুলো রিভিউ করা হয় এবং এটা নিশ্চিত করা হয় যে তারা আমাদের Advertising Policy বা বিজ্ঞাপন নীতির সাথে সংগতিপূর্ণ কি না। সাধারণত বিজ্ঞাপন প্রদানের ২৪ ঘন্টার মধ্যে তা রিভিউ করা হয় এবং ক্ষেত্র বিশেষে ২৪ ঘন্টার থেকে বেশি সময় লাগে।

সবচেয়ে সাধারণ যে দুটি কারণে বিজ্ঞাপন গুলো রিভিউ প্রক্রিয়ায় বাতিল করে দেয়া হয় সেগুলো হচ্ছে-

বিজ্ঞাপনে “Facebook” শব্দের উল্লেখ

অনেক সময়ে বিজ্ঞাপনদাতাকে তার বিজ্ঞাপনে ফেইসবুক শব্দটি ব্যবহার করতে হয়। এধরণের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হয়ে-

বিজ্ঞাপনদাতা যা করবেন-

ইংরেজিতে ফেইসবুক লেখার সময়ে বড় হাতের “F” ব্যবহার করে লিখতে হবে।
বিজ্ঞাপনের পুরো কনটেন্ট যে সাইজের এবং যে ধরণের ফন্ট ব্যবহার করে লেখা হয়েছে বিজ্ঞাপনের ভিতরে সেই একই ফন্টে এবং ফেইসবুক শব্দটি লিখতে হবে।

বিজ্ঞাপনদাতা যা করবেন না-

বিজ্ঞাপনের কনটেন্ট এর ভিতরে ফেইসবুক এর লোগো ব্যবহার করবেন না। কথায় লিখতে হবে।
ফেইসবুক শব্দটিকে সংক্ষিপ্ত করে লেখা (যেমন-F**book বা FB) বা ফেইসবুক লেখার পরে “S” ব্যবহার করে বহুবচন করা বা ফেইসবুক শব্দটিকে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা। যেমন- I have been Facebooking all day.
বিজ্ঞাপনে ফেইসবুক এর লোগোর সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ ছবি বা লোগো ব্যবহার করা।

সব বয়সের মানুষের জন্যে শোভনীয় নয় এমন ধরণের কনটেন্ট-

একে বলা হচ্ছে “Age-Restricted Material” বাংলাদেশের ক্ষেত্রে উদাহারণ স্বরূপ বলা যেতে পারে

ড্রাগ বা মদজাতীয় পানীয়ের ছবি। যেসব দেশে এ ধরণের বস্তুর উপরে নিষেধাজ্ঞা আছে সেসব দেশ টার্গেট করে এ ধরণের বস্তুর বিজ্ঞাপন দিলে তা অবশ্যই উক্ত দেশের আইন অনুযায়ী করতে হবে।

যা আপনার জানা উচিত, বিজ্ঞাপন পলিসি যে সকল ক্ষেত্রে প্রযোজ্য

ক) ফেইসবুক বা এর সংশ্লিষ্ট সার্ভিস বা AAAA/IAB Standard Terms and Conditions এর অধীনস্থ বিজ্ঞাপন এবং কনটেন্ট সমূহ,

খ) ফেইসবুক অ্যাপ্লিকেশনে প্রদর্শিত বিজ্ঞাপন,

গ) ইন্সটাগ্রাম বিজ্ঞাপন। ফেইসবুকের বিভিন্ন বিজ্ঞাপন পণ্য বা সেবা Facebook’s Statement of Rights and Responsibilities (https://www.facebook.com/legal/terms, the “SRR”) এর আওতায় ফেইসবুকের এবং ‍স্টেটমেন্ট অভ রাইটস অ্যান্ড রেসপন্সেবিলিটিস (এস আর আর) অংশ হিসেবে বিবেচিত হবে।বিজ্ঞাপনদাতা যদি ইন্সটাগ্রাম বা ফেইসবুকের অন্যকোন পণ্য বা সেবা ব্যবহার করে থাকে তাহলে তিনি অন্যান্য আরো নিয়ম-কানুনের অধীনে থাকবেন।

ফেইসবুক বিজ্ঞাপনদাতারা এর সাথে সম্পর্কিত যাবতীয় আইন-কানুনের মধ্যে পড়েন এবং তা মেনে চলতে বাধ্য। আইন মেনে না চললে নেতিবাচক ফলাফল হবে যেমন-বিজ্ঞাপন বাতিল বা বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বাতিল।
বিজ্ঞাপন প্রদানে অ্যাড টার্গেটিং এর ক্ষেত্রে আমরা স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য ব্যবহার করি না। বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন প্রদানের জন্যে নির্বাচিত টপিক ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত বিশ্বাস, চরিত্র বা তাদের মূল্যবোধের সঠিক প্রতিফলক নয়।
যদি কোন ব্যক্তি বিজ্ঞাপনদাতার পক্ষ হয়ে ফেইসবুকে বিজ্ঞাপন ব্যবস্থাপনা করে থাকে তাহলে তাকে প্রতিটি বিজ্ঞাপনদাতার জন্যে আলাদা বিজ্ঞাপন অ্যাকাউন্ট খুলতে হবে। কোন একটি অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে একজন বিজ্ঞাপনদাতার জন্যে ব্যবহার করার পরে সেখানে আর কারো বিজ্ঞাপন দেয়া যাবে না। নতুন বিজ্ঞাপনদাতার জন্যে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। বিজ্ঞাপন ব্যবস্থাপককে এ ব্যাপারটি নিশ্চিত করতে হবে যে বিজ্ঞাপনদাতা ফেইসবুকের যাবতীয় নিয়ম-কানুন মেনে বিজ্ঞাপন প্রদান করছেন।
যে কোন অবস্থায় বা যে কোন সময়ে যে কোন বিজ্ঞাপন অনুমোদন, বাতিল বা সরিয়ে দেবার পূর্ণ ক্ষমতা ফেইসবুক রাখে। যেসব বিজ্ঞাপন ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে ফেইসবুক সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়, যেসব বিজ্ঞাপন ফেইসবুকের ব্যবসায়িক স্বার্থের পরিপন্থী, যেসব বিজ্ঞাপন সম্পর্কিত আইন ভঙ্গ করে তা সরিয়ে ফেলা হবে।
যেসব বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে লিখিত অনুমতি নিতে হবে সে ধরণের বিজ্ঞাপন ফেইসবুক এর লিখিত অনুমতি প্রাপ্তি সাপেক্ষে প্রদর্শিত হবে।
উপরোল্লিখিত নিয়ম সমূহ বিনা নোটিশে যে কোন সময়ে পরিবর্তন করা হতে পারে।

নিষিদ্ধ কনটেন্ট-

১. ফেইসবুকে বিজ্ঞাপনে কোন ধরণের নিষিদ্ধ পণ্য বা সেবার প্রচারণা বা বিক্রী করা যাবে না।

মাইনর (কিশোর, বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক) ফেইসবুক ব্যবহারকারীদের টার্গেট করে যেসব বিজ্ঞাপন দেয়া হয় সেখানে এমন কোন পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয়া যাবে না যা তাদের শারিরীক এবং মানসিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, তাদেরকে ভুল তথ্য প্রদান করে, তাদের দূর্বলতার সুযোগ নেয়, তাদের উপরে মানসিক চাপ সৃষ্টি করে।

২. বিজ্ঞাপনে নিম্নোল্লিখিত পণ্য বা সেবা সমূহের প্রচারণা বা বিক্রী করা যাবে না-

ক) অনুমোদনহীন, প্রেসক্রিপশন, বা মাদকদ্রব্য

খ) তামাক বা তামাক জাতীয় বিভিন্ন পণ্য

গ) ক্ষতিকর ঔষধ (ফেইসবুক কর্তৃক নির্ধারিত)

ঘ) অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি

ঙ) প্রাপ্তবয়স্কদের জন্যে পণ্য বা সেবা (পরিবার নিয়ন্ত্রণ বা গর্ভ নিরোধক পণ্য)

৩. ফেইসবুকে প্রদর্শিত যাবতীয় বিজ্ঞাপন ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে হতে হবে। ইন্সটাগ্রামের বিজ্ঞাপন Instagram Community Guideline এর অনুসারে হতে হবে। উপরন্তু বিজ্ঞাপনে নিম্নোল্লিখিত বিষয়াদির উল্লেখ থাকা চলবে না-

ক) যেসব কনটেন্ট মেধাস্বত্ব ভঙ্গ করে যেমন- কপিরাইট, ট্রেডমার্ক, পাবলিসিটি বা অন্যান্য ব্যক্তিগত বা কারো মালিকানাধীন রাইটস।

খ) যৌনতা সম্পর্কিত- নগ্নতা বা যৌন ইঙ্গিতমূলক, যৌন উদ্রেককর কোন ধরণের কনটেন্ট।

উদাহারণ-

গ) মানসিক আঘাত দেয়, কোন ধর্ম, গোষ্ঠীর সম্পর্কে নেতিবাচক তথ্য বা ইমেইজ, বিতর্কিত, হিংসাত্মক কর্মকান্ড সংবলিত কনটেন্ট

ঘ) যেসব কনটেন্ট কারো ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম, বর্ণ, ধর্মীয় বিশ্বাস, বয়স, লিঙ্গ, শারিরীক বা মানসিক প্রতিবন্ধী, আর্থিক অবস্থা, ক্রিমিনাল রেকর্ড এর সাথে সম্পর্কিত। উদাহারণ-

ঙ) ভুয়া, মিথ্যা তথ্য বা দাবি করে থাকে এমন ধরণের ব্যবসা সম্পর্কিত কনটেন্ট।

চ) রাজনৈতিক, সামাজিক বা অন্যান্য কোন কারণে বিতর্কিত কোন বিষয়কে ব্যবহার করে ব্যবসায়িক ফায়দা নেয় এমন ধরণের বিজ্ঞাপন

ছ) ফ্ল্যাশ অ্যানিমেশন, অডিও কনটেন্ট যা একজন ব্যক্তির কোন রকম ইন্টারঅ্যাকশন ছাড়াই হঠাৎ করে চালু হয়ে যায় বা কেউ ক্লিক করার সাথে সাথে চালু হয়ে যায়।

জ) যেসব ল্যান্ডিং পেইজে কোন কিছু নেই। কোন ফেইসবুক ব্যবহারকারী একটি লিঙ্কে ক্লিক করার পরে তাকে এমন একটি ল্যান্ডিং পেইজে নেয়া হলো যেটা সে বন্ধ করে বেরিয়ে আসতেও পারে না।

ঝ) স্পাইওয়্যার, ম্যালওয়ার বা ক্ষতিকারক কোন সফটওয়্যার বা এ সম্পর্কিত কোন বিজ্ঞাপন বা এ ধরণের কোন ওয়েবসাইটের বিজ্ঞাপন।

ঞ) অশুদ্ধ ভাষা, উচ্চারণ, প্রতীক, সংখ্যা বা অক্ষর সম্বলিত কোন বিজ্ঞাপন।

ট) এমন ছবি যা পণ্য সম্পর্কে ভুল ধারণা দেয়।ইলেকট্রিক গ্যাজেট এর ছবিতে এমন কোন ফাংশনের চিত্র দেয়া যা আসলে সেই গ্যাজেটটিতে নেই। উদাহারণ

ঠ) সেবনের আগে ও সেবনের পরে এমন ধরণের ছবি। একটি নির্দিষ্ট পণ্য বা সেবা ব্যবহারের আগে কারো ছবি এবং পরের ছবি যেখানে অবাস্তব ফলাফল দেখান হয়।

ড) বিভিন্ন ধরণের স্বল্পমেয়াদি ঋণ সম্পর্কিত বিজ্ঞাপন।

ঢ) বিজ্ঞাপনে ক্লিক করার পরে ভিজিটরকে এমন কোন ল্যান্ডিং পেইজে নিয়ে যাওয়া হলো যেখানে তার অভিজ্ঞতা মোটেও ভাল নয় (দেখা গেল সেই পেইজে ম্যালওয়ার ক্ষতিকারক কিছু আছে) বা এমন একটি ল্যান্ডিং পেইজ যেখানে ভুল সংবাদ বা তথ্য দেয়া আছে বা উক্ত পেইজে বেশির ভাগ কপি-পেস্ট বা অরুচিকর নিম্নমানের কনটেন্ট।

রেসট্রিকশন কনটেন্ট

১। অ্যালকোহলঃ যেসব বিজ্ঞাপন বা রেফারেন্স অ্যালকোহল বিষয়ক প্রচার কার্য করে, (ক) সেসব প্রতিষ্ঠানকে স্থানীয় সকল প্রয়োগযোগ্য আইন , প্রয়োজনীয় বা প্রতিষ্ঠিত শিল্প কোড, গাইডলাইন, লাইসেন্স এবং অনুমোদন (খ) আবেদনের বয়স , স্থানীয় প্রয়োগযোগ্য আইন-কানুন এর সাথে সামাঞ্জস্য রেখে এবং ফেসবুক টার্গেটিং গাইডলাইন নিয়ম মেনে চলতে হবে । উল্লেখ্য যে, বিজ্ঞাপনের মাধ্যমে অ্যালকোহল ও এ ধরণের কোন রেফারেন্স দেয়া বিশ্বের কিছু দেশে সম্পূর্ণ নিষিদ্ধ, তাদের মধ্যে আফগানিস্তান, ব্রুনাই, বাংলাদেশ, মিশর, গাম্বিয়া, কুয়েত, লিবিয়া, নরওয়ে, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত বা ইয়েমেন উল্লেখযোগ্য ।

আরও তথ্য

টার্গেটিং: সকল প্রয়োগযোগ্য আইন-কানুন, শিল্প কোড ও নির্দেশনা সাপেক্ষে আপনি শুধুমাত্র অ্যালকোহল বিজ্ঞাপন নিম্নের নির্দিষ্ট বয়সের গ্রুপকে করতে পারবেন ।

ভারতের বয়স সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এখানে
সুইডেনের ক্ষেত্রে ২৫ বছর কিংবা তার অধিক
ক্যামেরুন, মাইক্রোনেশিয়া, পালাউ, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ২১ বছর কিংবা তার অধিক বয়স
জাপান, আইসল্যান্ড , থাইল্যান্ড এবং প্যারাগুয়ে এর ক্ষেত্রে ২০ বছর বা তারও অধিক বয়স
১৯ বছর কিংবা তারও অধিক বয়স কানাডা , কোরিয়া এবং নিকারাগুয়ে এর ক্ষেত্রে
১৮ বছর কিংবা তার অধিক বয়স (শুধুমাত্র যে দেশগুলো বিশেষভাবে উল্লেখ করা বিজ্ঞাপন পলিসির সেকশন ৩.১ ধারা অনুযায়ী)

২। ডেটিং: অনলাইন ডেটিং সার্ভিস বিষয়ক বিজ্ঞাপন শুধুমাত্র লিখিত অনুমতি সাপেক্ষে প্রযোজ্য। প্রয়োজনীয় ও গুণগত গাইডলাইন অনুযায়ী এটি মেনে চলতে হবে । বিস্তারিত এখানে

৩। অনলাইন রিয়েল মানি গেমলিং বা গেম স্কিল: যেসব বিজ্ঞাপন অনলাইন রিয়েল মানি গেমলিং, লটারি, অনলাইন ক্যাসিনো , খেলা, বুক, বিংগো অথবা পোকার এর প্রচারণা করতে চায় তাদের প্রয়োজনীয় লিখিত অনুমোদন দরকার ।

৪। স্টেট লটারি: সরকার কর্তৃক পরিচালিত লটারির ফেসবুক বিজ্ঞাপন , টার্গেট অডিয়েন্স প্রযোজ্য আইন অনুযায়ী স্থির করা হবে ।

৫। অনলাইন ফার্মেসী: অনলাইন কিংবা অফলাইন ফার্মেসী বিষয়ক বিজ্ঞাপনের জন্যে যথোপযুক্ত লিখিত অনুমোদন নিতে হবে ।

৬। পরিশিষ্ট : যে সমস্ত বিজ্ঞাপন ডায়েট এবং হারবাল বিষয়ক প্রচারণা করে থাকে , সেসমস্ত বিজ্ঞাপনের টার্গেট হবে কমপক্ষে নুন্যতম ১৮ বছর বয়সীরা ।

৭। সাবস্ক্রিপশন সার্ভিসঃ সাবস্ক্রিপশন সার্ভিস এর জন্যে বিজ্ঞাপন অথবা যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস নেতিবাচক অপশন, স্বয়ংক্রিয় রিনিয়াল , ফ্রি টু পে কনভার্সন বিলিং প্রোডাক্টস বা মোবাইল মার্কেটিং একশন এর অন্তর্ভুক্ত , সে সমস্ত সার্ভিসের বিষয় এখানে পাওয়া যাবে

৮। ব্র্যান্ডেড কনটেন্টঃ ভেরিফাইড পেজ (ব্লু ব্যাজ সম্বলিত)থেকে ব্র্যান্ড কনটেন্টগুলোতে অবশ্যই অন্যদের কাছ থেকে নেয়া প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেয়া যায় কনটেন্ট টুল ব্যবহার করে । ব্র্যান্ড কনটেন্টগুলো এর বিজ্ঞাপনগুলো এডিটোরিয়াল ভয়েস দ্বারা প্রভাবিত হয় এবং অন্যপক্ষের বিভিন্ন প্রোডাক্ট, ব্র্যান্ড , বা স্পন্সর লোগো’কে বৈশিষ্ট্য দান করে ।

ভিডিও বিজ্ঞাপনঃ ভিডিও এড এবং অন্য ধরণের এডগুলো অবশ্যই এ লিস্টের বিজ্ঞাপন পলিসি , কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং অন্যান্য পলিসির অন্তর্ভুক্ত ।

ক) ব্যান কনটেন্টঃ ভিডিও এবং অন্যান্য একই রুপ বিজ্ঞাপনগুলোতে কোনরুপ অতিরিক্ত সহিংসতামূলক কৌশল ব্যভার করা যাবেনা ।

খ) বিনোদনবিষয়ক সীমাবদ্ধতাঃ মুভি ট্রেইলার, টিভি শো, ভিডিও গেম ট্রেইলার এবং অন্যান্য একইরুপ কনটেন্ট শুধুমাত্র ফেসবুক কর্তৃপক্ষ এর কাছ থেকে লিখিত অনুমোদন সাপেক্ষে প্রাপ্ত বয়স্কদের জন্যে অনুমোদিত এবং অবস্যই নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে ।

নিম্নোক্ত বিজ্ঞাপনগুলো কোনভাবেই অনুমোদিত নয়,

১। ড্রাগ ও অ্যালকোহল

২। অ্যাডাল্ট কনটেন্ট

৩। অভক্তিমূলক বা

৪। সন্ত্রাস ও নৈরাজ্যমূলক

টার্গেটিং:

১। কোন প্রকার বিশ্বময়মূলক আচরণ, তাচ্ছিল্য কিংবা হয়রানি বা বিরক্ত করার জন্যে জন্যে টার্গেটিং অপশন ব্যবহার করে বিজ্ঞাপন দেয়ার জন্যে চেষ্টা করা যাবেনা ।

২। যদি আপনার টার্গেট বিজ্ঞাপন হয়ে থাকে একটা নির্দিষ্ট অডিয়েন্সকে ঘিরে ,তবে আপনাকে অবশ্যই প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করতে হবে ।

জিশনিং:

১। প্রাসঙ্গিকতাঃ কোন একটি বিজ্ঞাপনের সকল লেখা , ছবি বা অন্যান্য মিডিয়া বিষয়ক জিনিস অবশ্যই সেই প্রোডাক্ট বা সার্ভিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ।

২। যথার্থতাঃ বিজ্ঞাপনটি অবশ্যই কোম্পানি , প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করবে ।

৩। ল্যান্ডিং পেজঃ প্রোডাক্ট এবং সার্ভিস এর বিজ্ঞাপন কপি অবশ্যই ল্যান্ডিং পেজে বিজ্ঞাপন দেয়া পাতার সাথে সামাঞ্জস্য হতে হবে , এছাড়া যে সাইটের লিংক শেয়ার করা হবে তা কোন নিষিদ্ধ সাইটের লিংক, প্রোডাক্ট এর লিংক হতে পারবেনা ।

লিডস এডসঃ

১. আমাদের লিখিত পূর্ব অনুমোদন ছাড়া বিজ্ঞাপনদারা নিম্নলিখিত ধরনের তথ্য চেয়ে কোন লিডস এডস প্রশ্ন তৈরি পারবে না ।

ক) একই ধরনের বা কাছাকাছি তথ্যের জন্য আপনি টেম্পলেট প্রশ্নের মাধ্যমে অনুরোধ করতে পারেন ।

যদি তথ্য চাওয়ার জন্য টেম্পলেটে যে সব প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনাকে টেম্পলেটের প্রশ্ন ব্যবহার করতে হবে নতবা নিজে তৈরি করতে হবে। যেমন , আপনি যদি কারোর বয়স জানতে চান , তাহলে আপনাকে “Date of Birth” ব্যবহার করা উচিত । কিন্তু “How old are you?” অথবা “What year were you born?” এই ধরনের প্রশ্ন করা যাবে না ।

খ) সরকার সম্পর্কিত শনাক্তকারী;

সামাজিক নিরাপত্তার নাম্বার , পাসপোর্ট নাম্বার ইত্যাদি সহ

গ) আর্থিক তথ্য;

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক রাউটিং নাম্বার, ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর, ক্রেডিট স্কোর, আয়, আয়কারী অথবা লোন সম্পর্কিত তথ্য সহ ।

ঘ) অ্যাকাউন্ট নম্বর;

ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর লয়ালিটি কার্ড নম্বর বা ক্যাবল/টেলিফোন অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি ।

ঙ) স্বাস্থ্য বিষয়ক তথ্য;

শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শর্ত বা প্রতিবন্ধী সহ ।

চ) বীমা বা ইনস্যুরেন্স বিষয়ক তথ্য;

ইনস্যুরেন্স পলিসি নাম্বার

ছ) ইউজার নেইম অথবা পাসওয়ার্ড;

ব্যবহারকারীর নাম এবং বর্তমান ও নতুন অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য । যেমন , আপনি আপনার লিড এডে কোন ব্যক্তিকে ইউজার নেইম এবং পাসওয়ার্ড তৈরি করতে বলতে পারেন না । যদি মানুষকে কোন একাউন্টে সাইন আপ করানোর প্রয়োজন হয় তাহলে , আমাদের “Continued Flow” অপশন ব্যবহার করে আপনার সাইটে নিয়ে যেতে হবে ।

জ) গোষ্ঠী বা জাতিগত তথ্য;

যেমন কোন ব্যক্তির শনাক্তকারী তথ্য যেমন , আফ্রিকান আমেরিকান, হিস্পানিক, এশীয় বা ককেশীয় ।

ঝ) যৌন প্রবৃত্তি বা ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কে তথ্য;

ব্যক্তির কোন ধরনের লিঙ্গের প্রতি আগ্রহ সহ ।

ঞ) ধর্ম বা দার্শনিক বিশ্বাস;

যেমন কাউকে জিজ্ঞেস করা যাবে না , তিনি খ্রিস্টান কিনা , অথবা তিনি মৃত্যুদণ্ডে বিশ্বাস করেন কি না ।

ট) রাজনৈতিক অন্তর্ভুক্তি;

কোন ব্যাক্তি গনতন্ত্র , রিপাবলিকান, বা স্বতন্ত্র দলে অন্তর্ভুক্ত বা কোন নেতাকে সমর্থন করেন কিনা সেই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না । একই ভাবে , নির্বাচন সম্পর্কিত পরিকল্পনা অথবা পূর্বে নির্বাচনে ভোট সম্পর্কিত তথ্য জিজ্ঞেস করা যাবে না ।

ঠ) ট্রেড ইউনিয়ন সদস্যপদ পদমর্যাদা;

কোন ব্যক্তি কোন সমিতি করে কি না বা কোন সমিতিতে অন্তর্ভুক্ত কি না এই ধরনের প্রশ্ন করা যাবে না ।

ড) ফৌজদারী বা গ্রেফতার ইতিহাস;

কোন ব্যক্তি কোন ধরনের অপরাধের সাথে সম্পর্কিত কিনা তা জানতে চাওয়া যাবে না ।

আমাদের ব্র্যান্ড সম্পদগুলি ব্যবহারঃ

১. বিজ্ঞাপনে ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম অনুমোদন অথবা অংশীদারিত্ব বা ফেইসবুকের কোন কোম্পানির অনুমোদন সম্পর্কিত কোন ধরণের তথ্য বিজ্ঞাপনে প্রতক্ষ বা পরোক্ষভাবে ইঙ্গিত দেয়া যাবে না ।

২. বিজ্ঞাপনে ফেইসবুক এবং ইন্সটাগ্রাম এর ব্রান্ড সংবলিত কনটেন্ট (পেইজ, গ্রুপ, ইভেন্ট বা যেসব সাইটে ফেইসবুক লগ ইন ব্যবহার করা যায়) ব্যবহার করলে তাদের ক্ষেত্রে বিজ্ঞাপনের টেক্সট-এ সীমিত আকারে “ফেইসবুক” বা “ইন্সটাগ্রাম” এর রেফারেন্স ব্যবহার করা যেতে পারে। এ ধরণের রেফারেন্সের মাধ্যমে উক্ত বিজ্ঞাপনে ক্লিক করলে কোথায় রিডাইরেক্ট করা হবে তা বুঝানো হয়।

৩. অন্য সব এড অথবা ল্যান্ডিং পেইজ আমাদের কপিরাইট , ট্রেডমার্ক অথবা একই ধরণের অস্পষ্ট মার্কস ব্যবহার করা যাবে না । কিন্তু আমাদের Brand Usage Guidelines অথবা the Instagram Brand Guidelines অথবা আমাদের পূর্ব অনুমোদন সাপেক্ষে ব্যবহার করা যাবে ।

ডাটা ব্যবহারের বিধিনিষেধঃ

১. ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম থেকে আপনার বিজ্ঞাপনের সংগৃহীত ডাটা অথবা তথ্যগুলো যাদের সাথে শেয়ার করছেন সে আপনার পক্ষের কেউ একজন এটা নিশ্চিত হয়ে নিন যেমন আপনার সার্ভিস প্রোভাইডার। যা কিছু তথ্য আপনার সার্ভিস প্রভাইডার ফেইসবুক বিজ্ঞাপন থেকে সংগ্রহ করবে তা রক্ষার দায়িত্ব আপনাকেই নিতে হবে । তথ্যগুলোর সবগুলোর ব্যবহার সীমিত করা এবং এইগুলোকে গোপন এবং নিরাপদে রাখবেন ।

২. ফেইসবুকের বিজ্ঞাপনের ডাটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না যেমন: রিটারগেটিং সহ একাধিক বিজ্ঞাপনদাতার ক্যাম্পেইন জুড়ে তথ্যগুলো মিশ্রিত করা অথবা বা ট্যাগ দিয়ে পুনঃনির্দেশকরন । কিন্তু সমন্বিত অথবা অজ্ঞাতভাবে (যদি না ফেইবুক দ্বারা অনুমোদন হয় ) ফেইসবুক বিজ্ঞাপন প্রচারণা. পারফর্মেন্সের উদেশ্যে ডাটা ব্যবহার করা যাবে ।

৩. আপনার বিজ্ঞাপনের মানদণ্ড, কিছু আকার ধারনা করতে , কোন কিছু যুক্ত করতে , এডিট করতে , ব্যক্তির প্রোফাইল বাড়াতে , ব্যবহারকারীর মোবাইল ডিভাইস শনাক্তকরন , অথবা ব্রাউজার , কম্পিউটার অথবা ডিভাইস সম্পর্কিত শনাক্তকরন সম্পর্কিত ফেইসবুকের বিজ্ঞাপনের ডাটা ব্যবহার করবেন না ।

৪. ফেইসবুকের বিজ্ঞাপনের ডাটা কোন এড নেটওয়ার্ক , এড এক্সচেঞ্জ , ডাটা ব্রোকার অথবা বিজ্ঞাপন বা মুদ্রায়ন সম্পর্কিত সেবার সাথে ট্রান্সফার করা যাবে না।

About POPULAR HOST BD

POPULAR HOST BD IT company in Bangladesh ICT sector. POPULAR HOST BD is the Best domain & web hosting company in Bangladesh. POPULAR HOST BD providing cheap domain price and qualityfull SSD hosting with Top security and 99.99% up-time & Quality service guaranteed. We Also provide Web Server, Web Design & Development, Digital Marketing, Software development, Bulk SMS, Online Radio, Graphic Design Etc…  

One comment

  1. Психологи онлайн. Консультация психолога Психолог в Харькове, консультация.
    Консультация психолога онлайн.
    Психолог в Харькове, консультация.
    Цены на услуги и консультации психолога.
    Психолог Онлайн. Психологи
    онлайн.

error: Content is protected !!